বতর্মান সরকারের ভিশন ২০২১ রূপকল্প বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফেনীতে গত মঙ্গলবার শুরু হয় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৩। ফেনীর প্রাণকেন্দ্র মিজান রোডস্থ জহির রায়হান হল সংলগ্ন মাঠে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক, হুমায়ুন কবির খোন্দকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (আইসিটি) মোহাম্মদ রাশেদুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রহমান (বি.কম), অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল হক, ফেনী পলিটেকনিক ইন্সস্টিটিউটের অধ্যক্ষ মো: মঞ্জুরুল আলম। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র এবং প্রশাসনিক সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো নিশ্চিত করতে হবে। মেলায় তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট নানা বিষয়াদি উপস্থাপনের নিমিত্তে বৈচিত্রময় সজ্জায় ২৫টি স্টল অংশগ্রহন করে। মেলায় জেলার বর্ষসেরা উপজেলা নিবার্হী কর্মকর্তা হিসেবে ফুলগাজীর দেবময় দেওয়ান, বর্ষসেরা সহকারী প্রোগ্রামার হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের আবদুস সামাদ, বর্ষসেরা চেয়ারম্যান ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের আনোয়ার হোসেন মানিক, বর্ষসেরা ইউপি সচিব পরশুরাম উপজেলার মির্জানগর ইউপির ফজলুল করিম ভূঞা, বর্ষসেরা হিসাবে জেলার তিনজন ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের (ইউআইএসসি) উদ্যোক্তা, দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মোঃ মকিবুল হাসান, সদর উপজেলার মোটবী ইউনিয়নের রাশেদুল হাসান এবং ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের বিবি আয়েশাকে সম্মাননা ক্রেষ্ট ও পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক। মেলায় আসা নানা শ্রেনী পেশার মানুষ বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র/ছাত্রীদের মধ্যে ছিল ডিজিটাল হাওয়ার আমেজ। গতকাল বৃহস্পতিবার ছিল মেলার শেষ দিন। এই দিন ডিজিটাল প্রযুক্তির প্রয়োজনীয়তা এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত বিষয়ে রচনা প্রতিযোগীতায় ৬ষ্ঠ-৮ম শ্রেণি এবং ৯ম-১০ শ্রেনী দুই বিভাগে ৩জন করে মোট ৬জন প্রতিযোগীকে পুরষ্কার প্রদান, মেলায় অংশগ্রহনকারী স্টল সমূহের মধ্যে আকর্ষনীয় প্রদর্শণীর জন্য ৩টি স্টল ১ম, ২য় এবং ৩য় যথাক্রমে- আইটি সলিউশন, বিআরটিএ ফেনী এবং ডাচ্ বাংলা ব্যাংক লিঃ কে পুরষ্কার প্রদানের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার পূণঃ পূণঃ আশা ব্যাক্ত করে মেলার সমাপনী ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মোহাম্মদ শফিউল আরিফ।
মোঃ মকিবুল হাসান (মুকিব)
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, ইয়াকুবপুর, দাগনভূঞা, ফেনী।
মোবাইল নং- 01819781490
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস