অদ্য ২৮.০২.২০১৭ ইং ৫নং ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন এর সকল প্রকার ভাতা ভোগীদের উপস্থিতিতে একটি সমাবেশ এর আয়োজন করা হয়। উক্ত সমাবেশ এ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অত্র ইউনিয়ন এর সম্মানিত চেয়াম্যান জনাব, আবুল ফোরকান বুলবুল সাহেব, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন সাহেব, বিশেষ অতিথি ছিলেন জনাব, সাইফুল ইসলাম ভূঁঞা। উক্ত সমাবেশ এ উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় ৫নং ইয়াকুবপুর ইউনিয়ন এর সেক্রেটারি জনাব, শামছুল হুদা সাহেব।
এছাড়া সভায় স্থানীয় ইউনিয়ন এর গন্য-মান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এলাকার উন্নয়ন কর্মকান্ডের প্রতিচ্চবি তুলে ধরেন এবং ইউনিয়ন এর বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের আশ্বাস দেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস