Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাভোগীদের তথ্য হালনাগাদ প্রসঙ্গে
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

৫নং ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়

উপজেলা: দাগনভূঁঞা, জেলা: ফেনী, বাংলাদেশ।

 

বিশেষ জরুরী বিজ্ঞপ্তি

এতদ্বারা ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের বয়স্ক , বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারী সিদ্ধান্ত মোতাবেক সমাজ সেবার অধীনে বিভিন্ন ভাতা ভোগীর ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এর লক্ষ্যে জিটুপি কায্যক্রম চলছে। এমতাবস্থায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের কে ৫নং ইয়াকুবপুর ইউনিয়ণ পরিষদে স্ব-শরীরে উপস্থিত থেকে অন-লাইনে ডাটাবেইজ তৈরী করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যচ্ছে।

বিষয়টি অতীব জরুরী

১। ভাতাভোগী নিজে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

২। ভাতাভোগীর বই সাথে আনতে হবে।

৩। ভাতাভোগীর জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) এর অরজিনাল কপি আনতে হবে।

৪। ভাতাভোগীর জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) এর ফটো কপি আনতে হবে।

৫। একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে।

৬। প্রতিবন্ধীরা তাদের প্রতিবন্ধী সনাক্ত আইডি কার্ড ও জন্ম নিবন্ধনের ফটোকপি আনতে হবে।

 

  • উল্ল্যেখ্য যে, যারা এই তালিকায় অন্তর্ভূক্ত হবেন না তাদের বই বাদ বলে গণ্য হবে। এই জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

অনলাইন ডাটা এন্টির জন্য ওয়ার্ড ভিত্তিক ডাটা এন্টরি তারিখ

ক্র নং

ভাতাভোগীর ধরন

ওয়ার্ড ও গ্রাম

অনলাইন রেজিষ্ট্রেশনের তারিখ

বার

সময়

মন্ত্যব্য

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০১

বসস্ক, বিধবা ও প্রতিবন্ধী

করমুল্যাপুর

ওয়ার্ড নং-১

১০.০৮.২০২০

সোমবার

সকাল-৯টা থেকে

বিকাল ৫টা

 

০২

বসস্ক, বিধবা ও প্রতিবন্ধী

বরইয়া, শরীফপুর

ওয়ার্ড নং-২

১১.০৮.২০২০

মঙ্গলবার

সকাল-৯টা থেকে

বিকাল ৫টা

 

০৩

বসস্ক, বিধবা ও প্রতিবন্ধী

এনায়েতনগর,

উত্তর চন্ডিপুর

ওয়ার্ড নং-৩

১২.০৮.২০২০

বুধবার

সকাল-৯টা থেকে

বিকাল ৫টা

 

০৪

বসস্ক, বিধবা ও প্রতিবন্ধী

পশ্চিম চন্ডিপুর

ওয়ার্ড নং-৪

১৩.০৮.২০২০

বৃহস্পতিবার

সকাল-৯টা থেকে

বিকাল ৫টা

 

০৫

বসস্ক, বিধবা ও প্রতিবন্ধী

দক্ষিণ চন্ডিপুর,বিজয়পুর

ওয়ার্ড নং-৫

১৬.০৮.২০২০

রবিবার

সকাল-৯টা থেকে

বিকাল ৫টা

 

০৬

বসস্ক, বিধবা ও প্রতিবন্ধী

চন্ডিপুর

ওয়ার্ড নং-৬

১৭.০৮.২০২০

সোমবার

সকাল-৯টা থেকে

বিকাল ৫টা

 

০৭

বসস্ক, বিধবা ও প্রতিবন্ধী

দেবরামপুর,এনায়েতপুর,

দক্ষিণ চাঁনপুর

ওয়ার্ড নং-৭

১৮.০৮.২০২০

মঙ্গলবার

সকাল-৯টা থেকে

বিকাল ৫টা

 

০৮

বসস্ক, বিধবা ও প্রতিবন্ধী

দেবরামপুর

ওয়ার্ড নং-৮

১৯.০৮.২০২০

বুধবার

সকাল-৯টা থেকে

বিকাল ৫টা

 

০৯

বসস্ক, বিধবা ও প্রতিবন্ধী

ইয়াকুবপুর

ওয়ার্ড নং-৯

২০.০৮.২০২০

বৃহস্পতিবার

সকাল-৯টা থেকে

বিকাল ৫টা

 

                                                                                                                      

অনুরোধক্রমে

 

(আবুল ফোরকান বুলবুল)

চেয়ারম্যান

৫নং ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদ

দাগনভূঁঞা, ফেনী।

 

(ইউনিয়নের সকল সচেতন জনসাধারণ কে তাঁর সমাজের সকল বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভৌগীদের তথ্য অন-লাইনে ডাটাবেইজ তৈরী কাজে সহযোগীতা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।)

Images
Attachments
Publish Date
06/08/2020
Archieve Date
31/08/2020